বিনোদন

ফেব্রুয়ারিতে যাদের হারিয়েছে ‘ঢালিউড’

অনেক গুণী শিল্পীদের ফেব্রুয়ারি মাসে হারিয়েছে ঢাকাই চলচ্চিত্র। সেই কাতারে আছেন গোলাম মোস্তফা, হুমায়ুন ফরিদী, নায়ক মান্না ও এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিতে এ সংক্রান্ত একটি ব্যানারের দেখা মেলে।

চলচ্চিত্র শিল্পী সমিতির অফিস সহকারীরা জানান, সমিতির পক্ষ থেকে এ ব্যানার টানানো হয়েছে। প্রতি মাসেই এ কাজটি করে থাকে শিল্পী সমিতি।

সমিতির বাইরের দেওয়ালে টানানো পোস্টারে দেখা যায়, প্রয়াত অভিনয়শিল্পীদের ছবির নিচে তাদের নাম ও মৃত্যুর তারিখ উল্লেখ করা হয়েছে।

পোস্টারের শুরুতেই এস এম আসলাম তালুকদার মান্নার (নায়ক মান্নার) ছবি দেখা যায়। যিনি ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে না ফেরার দেশে পাড়ি জমান। এরপর রয়েছে কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরিদীর নাম, যিনি ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মারা গেছেন। এরপর রয়েছে এটিএম শামসুজ্জামান, এ অভিনেতা ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি মারা গেছেন।

এ তালিকায় আরও যাদের নাম রয়েছে: ইদ্রিস আলী (২০০০ সালের ২০ ফেব্রুয়ারি), সোনা মিয়া (০৫ ফেব্রুয়ারি ১৯৬৭), আব্দুল আজিজ টুকু( ২০ ফেব্রুয়ারি ২০০৮), জুলিয়া ( ১৮ ফেব্রুয়ারি ২০০৯), সুষমা আলম ( ১১ ফেব্রুয়ারি ২০১১), সুফিয়া (১৫ ফেব্রুয়ারি ২০১৫), (মুরাদ ১৯ ফেব্রুয়ারি ২০১৫), আইয়ুব আলী শাহ (১৯ ফেব্রুয়ারি ২০১৫), আয়েশা আক্তার ( ২৮ ফেব্রুয়ারি ২০০৩), মুজিব বঙ্গবাসী (৯ ফেব্রুয়ারি ১৯৯৯), নারায়ণ চক্রবর্তী (০৮ ফেব্রুয়ারি ১৯৯৮), কালিপদ দাস (১১ ফেব্রুয়ারি ১৯৯২) ও আবুল খায়ের (২ ফেব্রুয়ারি ২০০১) মারা গেছেন।

Leave a Reply