বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হলেন মোহাম্মদ আশরাফুল। সাবেক এই অধিনায়ককে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য অস্থায়ীভাবে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (৩ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আপাতত কেবল এই সিরিজের জন্য আশরাফুলের সঙ্গে চুক্তি করা হয়েছে। তবে তার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে থেকেই জাতীয় দলের কোচিং প্যানেলে আশরাফুলের যোগদানের গুঞ্জন চলছিল, যা অবশেষে সত্যি হলো।






