আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ পর্বতমালায় ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) গভীর রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় এবং এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে সংঘটিত হয়।
স্থানীয় প্রশাসন দ্রুত জরুরি ফোন নম্বর প্রচার করেছে, তবে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মাজার-ই-শরিফ থেকে অনেক মানুষ মাঝরাতে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন, আশঙ্কা করেন তাদের ঘর ভেঙে পড়তে পারে।
তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটি একাধিক বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান সীমান্তবর্তী এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং ৬৩ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়।
এ বছরের ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত ৬.০ মাত্রার এক অগভীর ভূমিকম্পে দুই হাজার ২০০ জনের বেশি মানুষ মারা যান, যা সাম্প্রতিক আফগান ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচিত।
সূত্র: আল জাজিরা






