Topরাজনীতি

‘শাপলা কলি’ প্রতীকেই ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা এনিসিপি আহ্বায়কের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকেই ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। এ সময় চলতি মাসেই দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, নিবন্ধনের জন্য র্দীঘ আন্দোলন করেছি। ইসির সঙ্গে ঠান্ডা লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সবশেষ দলের নিবন্ধন পাওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন থেকে আনুষ্ঠানিকভাবে এনসিপি একটি রাজনৈতিক দল।

তিনি আরও বলেন, জুলাই সনদের জন্য আমরা সারাদেশে মানুষের কাছে গিয়েছি। অভূতপূর্ব সাড়া পেয়েছি। জুলাই হত্যার বিচারের জন্য কথা বলে যাচ্ছি। পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে।

এনসিপি আহ্বায়ক বলেন, যারা নতুন করে রাজনীতি করতে চান, নতুন করে বাংলাদেশ গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা আসনে সৎ, যোগ্যদের নিচ্ছি।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল। নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

এদিকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্ক্সবাদী) ‘কাঁচি’ ও আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এরপর দাবি-আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেয়া হবে।’

নিউজ ডেস্ক:

Leave a Reply