সারাদেশ

যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিলো বৈষম্যবিরোধী ছাত্ররা

ফেনীর পরশুরামে মহি উদ্দিন সুজন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে বনিক সমিতির সভা থেকে ধরে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সুজন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোমবার রাতে উপজেলা অফিসার্স ক্লাবে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে বণিক সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হন সুজন। বৈষম্য বিরোধী ছাত্ররা সভায় তাকে দেখে চলে যেতে বললে সে তাদের সাথে তর্ক-বিতর্কে লিপ্ত হয়। এসময় ছাত্ররা সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যদের সহায়তায় তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে পরশুরাম মডেল থানা হেফাজতে নিয়ে যায়। মহিউদ্দিন সুজনের বাড়ি পৌরসভার সলিয়া গ্রামে। পরশুরাম বাজারে দোকানসহ তার বিভিন্ন ব্যবসা রয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মহিপালে ছাত্র হত্যা মামলা রয়েছে। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply